শিরোনাম
লেটেস্ট বিজনেস ল্যাপটপ ডেল ল্যাটিচুড ৯৫১০
প্রকাশ : ১৬ জুলাই ২০২০, ১৮:৫১
লেটেস্ট বিজনেস ল্যাপটপ ডেল ল্যাটিচুড ৯৫১০
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্বল্পমূল্যের একটা ল্যাপটপ বাজারে এনেছে বিশ্বসেরা প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডেল। মডেল ডেল ল্যাটিচুড ৯৫১০। ডেল ল্যাটিচুড ৯৫১০’র ওজন ১.৪ কিলোগ্রাম।


কোম্পানির লেটেস্ট এই বিজনেস ল্যাপটপটিতে রয়েছে ১৫.৬ ইঞ্চি এফএইচডি ডিসপ্লে। থাকছে অ্যালুমিনিয়াম বডি।


টু-ইন-ওয়ান এই ল্যাপটপে রয়েছে টাচ প্যানেল। এই ল্যাপটপে ইন্টেল কোর আই৭ প্রসেসর দিয়েছে ডেল। সঙ্গে রয়েছে ১৬ জিবি র‌্যাম ও ১ টিবি পিসিআই এনভিএম এসএসডি।


কানেক্টিভিটির জন্য এই ল্যাপটপে রয়েছে দুটু ইউএসবি টাইপ-সি থান্ডারবোল্ট পোর্ট, একটি ইউএসবি টাইপ-এ (ইউএসবি ৩.২) ও মাইক্রো এসডি কার্ড রিডার। রয়েছে একটি হেডফোন জ্যাক।


চলতি বছর জানুয়ারিতে বিশ্ব বাজারে এই ল্যাপটপ নিয়ে এসেছিল মার্কিন কোম্পানিটি। সম্প্রতি ভারতের বাজারে এটি নতুন করে আসে।কোম্পানির ওয়েবসাইটে আগ্রহ জানিয়ে এই ল্যাপটপ কেনা যাবে।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com