শিরোনাম
নতুন সংস্করণে এলো গ্যালাক্সি এম৩১
প্রকাশ : ১৩ জুলাই ২০২০, ১৭:৩০
নতুন সংস্করণে এলো গ্যালাক্সি এম৩১
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের বাজারে গ্যালাক্সি এম৩১ স্মার্টফোনের নতুন সংস্করণ উন্মোচন করেছে স্যামসাং বাংলাদেশ।


৮ গিগাবাইট র‌্যামের এ ডিভাইসে ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা রয়েছে।


স্যামসাং বাংলাদেশ গত মে মাসে গ্যালাক্সি এম৩১ ডিভাইসের ৬ গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সংস্করণ বাজারে এনেছিল, যা বাজারে ছাড়ার পর ক্রেতাদের মাঝে ইতিবাচক সাড়া ফেলে। এরই অংশ হিসেবে গ্যালাক্সি এম৩১ স্মার্টফোনের নতুন সংস্করণ আনা হয়েছে।


শক্তিশালী ব্যাটারির নতুন গ্যালাক্সি এম৩১ স্মার্টফোনে আগের সংস্করণের অনুরূপ স্পেসিফিকেশনই রাখা হয়েছে। তবে আগের ও নতুন সংস্করণে র‌্যাম ও রমের ক্ষেত্রে তফাৎ রয়েছে।


অ্যান্ড্রয়েড ১০ চালিত ডিভাইসটিতে দ্রুতগতির পারফরম্যান্সের জন্য রয়েছে ওয়ান ইউআই ইন্টারফেসের ওয়ান ইউআই ২.০। ডিভাইসটিতে ৬ দশমিক ৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস ইনফিনিটি ইউ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।


ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৯৯৯ টাকা।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com