শিরোনাম
স্মার্ট ঢাকার কার্যক্রম শুরু হচ্ছে শিগগিরই
প্রকাশ : ১৩ জুলাই ২০২০, ১৫:১১
স্মার্ট ঢাকার কার্যক্রম শুরু হচ্ছে শিগগিরই
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানী ঢাকাকে স্মার্ট সিটি করার উদ্যোগের কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।


বনানী বাসস্ট্যান্ডে রাস্তার ল্যাম্প পোস্টের আধুনিকরণের মাধ্যমে শুরু হচ্ছে এই কার্যক্রম।


স্মার্ট ঢাকা গড়ে তোলার অংশ হিসেবে সোমবার (১৩জুলাই) সকালে ‘স্মার্ট ল্যাম্প পোস্ট’ কার্যক্রমের উদ্বোধনী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।


আতিকুল ইসলাম জানান, প্রথম পদক্ষেপ হিসেবে ‘স্মার্ট ল্যাম্প পোস্ট’ অবকাঠামো তৈরি করেবে ই-ডট কো। আর আসছে শীত মৌসুমেই ঝুলন্ত তারহীন নগরী গড়তে কাজ শুরু করবে উত্তর সিটি।


শুরুতে নিকেতন-গুলশানের ইন্টরনেটের তার ভূ-গর্ভস্থ করার কাজ বাস্তবায়ন করা হবে জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নাগরিক সকল সুবিধার সমন্বয়ে আগামী তিন মাসের মধ্যে উন্মোচন করা হবে সবার ঢাকা অ্যাপ।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com