শিরোনাম
ঢাকাবাসীর জন্য চালু হচ্ছে ‘ডিজিটাল হাট’
প্রকাশ : ১০ জুলাই ২০২০, ২১:৫৪
ঢাকাবাসীর জন্য চালু হচ্ছে ‘ডিজিটাল হাট’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে ঢাকাবাসীর জন্য কোরবানির পশু কেনাবেচার ‘ডিজিটাল হাট’ চালু হতে যাচ্ছে।শনিবার (১১ জুলাই) দুপুরে ভার্চুয়াল এ হাট অনলাইনে উদ্বোধন করবেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।


ভার্চুয়াল হাটে শুধু পশু কেনা যাবে তা নয়; মিলবে পরিবহন ও কসাই সেবাও। সেবা নিতে অনলাইন বুকিং ও সেবামূল্য পরিশোধের ব্যবস্থাও থাকছে এই হাটে।


জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে এই হাট পরিচালনা করবে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন ই-ক্যাব সভাপতি শমী কায়সার।


ভার্চুয়াল এই হাটে একশপ, পল্লী সঞ্চয় ও বেঙ্গল মিট’র পক্ষ থেকে বিক্রেতা হিসাবে গরু, ছাগলের উচ্চতা ও মূল্যসহ ছবি পোস্ট করা হয়েছে। যে পশুটি ভিজিটর বেশি দেখছেন সেটি থাকছে হাটের প্রথম সারিতে।


উদ্বোধন অনুষ্ঠানে সংযুক্ত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকা বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান, এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম ও বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন।


এদিকে এরইমধ্যে আইসিটি বিভাগের অধীন চালু হওয়া জাতীয় ডিজিটাল হাটে ১৭০০ কোরবানির পশু, খুলনা ডিজিটাল হাটে ৪০ হাজার পশু এবং নড়াইলের ডিজিটাল হাটে ৩০ হাজার পশু নিবন্ধিত হয়েছে বলে জানা গেছে।


বিবার্তা/গমেজ/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com