শিরোনাম
রেডমি কে ৪০ নিয়ে কাজ করছে শাওমি
প্রকাশ : ২৯ জুন ২০২০, ১২:৫০
রেডমি কে ৪০ নিয়ে কাজ করছে শাওমি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাজারে কে সিরিজের নতুন ফোন আনতে চলেছে চীনা স্মার্টফোন প্রস্তুতকারক শাওমি। ফোনটি মডেল হবে রেডমি কে ৪০। শাওমি তাদের রেডমি কে ৪০ ফোনের উপর কাজ শুরু করেছে।


সম্প্রতি এই ফোনটিকে দেখা গেল ৩সি সার্টিফিকেশন ওয়েবসাইটে। সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোনের মডেল নম্বর M2006J10C (সার্টিফিকেশন ওয়েবসাইটে ফোনের নাম লেখা নেই)।


জানা গেছে, এই ফোনটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে আসবে। এরসাথে এই ফোনে ৫জি কানেক্টিভিটি সাপোর্ট ও ১৪৪ হার্জ রিফ্রেশ রেট থাকবে।


ফাঁস হওয়া তথ্য অনুসারে শাওমি রেডমি কে ৪০ নয়, বরং এটি মি সিসি১০ নামে বাজারে আসতে পারে । চীনের মার্কেটে সার্টিফিকেশন সাইটে দেখতে পাওয়া ফোনটিকে মি সিসি১০ নামে এবং গ্লোবাল মার্কেটে রেডমি কে ৪০ নামে আসবে ।


রেডমি কে৪০ মিডিয়াটেকের ডাইমেনশন ১০০০ হাই-এন্ড ৫জি প্রসেসর ব্যবহার করা হতে পারে । ফোনটির পিছনে ৬৪ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা থাকতে পারে ।


ফ্ল্যাগশিপ ফাইভজি চিপসেটটির গেইমিং, ভিডিও এবং পাওয়ার ব্যাকআপে খুব কার্যকর বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।


এটি ডাইমেনসিটি ১০০০ নামে পরিচিত করছে মিডিয়াটেক। এটি বিশ্বব্যাপী ফ্ল্যাগশিপ গ্রেডের ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির হয়েছে বলেও জানায়।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com