শিরোনাম
ফাইভজি ফোন আনছে ভিভো
প্রকাশ : ২৮ মে ২০২০, ১৫:৫২
ফাইভজি ফোন আনছে ভিভো
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মিড বাজেটের বাজারে নতুন একটা ফাইভজি ফোন বাজারে আনল ভিভো। মডেল ভিভো ওয়াই ৭০এস।


ফোনটিতে এক্সিনোস ৮৮০ প্রসেসর, ট্রিপল ক্যামেরা, পাঞ্চহোল ডিসপ্লে এবং ৪ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।


যেসব বিশেষ ফিচার রয়েছে ভিভো ওয়াই৭০এস মডেলটিতে-


ক্যামেরা
ফোনটির পেছনে ট্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মূল ক্যামেরাটি ৪৮ (এফ/১.৮) মেগাপিক্সেলের ওয়াইড লেন্স, ৮ (এফ/২.২) মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স এবং ২ (এফ/২.৪) মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। এর ক্যামেরা দিয়ে ২১৬০ পিক্সেলে ভিডিও রেকর্ড করা যাবে।


সেলফি তোলার জন্য ১৬ (এফ/২.০) মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এটি দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও করা যাবে।


ডিসপ্লে
ফোনটিতে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ১০৮০x২৩৪০ পিক্সেল ও রেশিও ১৯.৫ঃ৯। এর স্ক্রিন থেকে বডি রেশিও ৮৪.৪%। এতে পাঞ্চহোল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।


ব্যাটারি
দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য ফোনটিতে ৪ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারি দ্রুত গতিতে চার্জ করার জন্য রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি।


অপারেটিং সিস্টেম
ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১০ এবং ফানটাচ ১০.০ ব্যবহার করা হয়েছে।


চিপসেট
এতে ২.০ গিগাহার্জ অক্টাকোর এক্সিনোস ৮৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর জিপিইউ হিসেবে মালি-জি৭৬ রয়েছে।


র‍্যাম ও স্টোরেজ
৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ


এতে মেমোরি কার্ড স্লট নেই।


অন্যান্য
ব্যবহারকারীর তথ্যের সুরক্ষার জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এতে হেডফোন জ্যাক রয়েছে।


যেসব রঙে পাওয়া যাবে ফোনটি
ফোনটি সাদা, নীল এবং কালো রঙে বাজারে পাওয়া যাবে।


বাংলাদেশে এটির দাম
একাধিক স্টোরেজ ও মেমোরিসহ ফোনটি পাওয়া যাবে।


৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ- ১ হাজার ৯৯৮ ইউয়ান যা বাংলাদেশি দাম পড়বে২৩ হাজার ৮৫০ টাকা।
৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ- ২ হাজার ১৯৮ ইউয়ান যা বাংলাদেশি দাম পড়বে ২৬ হাজার ২৩৫ টাকা।


জানা গেছে, চীনে ১ জুন এই ফোন বিক্রি শুরু হবে। তবে ভিভো ওয়াই৭০এস ফোনটি দেশের বাজারে আসলে এর দাম কমবেশি হতে পারে।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com