শিরোনাম
বাজারে এলো আইফোন এসই ২০২০
প্রকাশ : ২৪ মে ২০২০, ১৬:৪৯
বাজারে এলো আইফোন এসই ২০২০
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাজারে এলো কম দামের একটা আইফোন। সম্প্রতি বাজারে আসা নতুন এই আইফোনটির মডেল আইফোন এসই ২০২০। প্রতিবেশি দেশ ভারতেও এই ফোন পাওয়া যাচ্ছে।


দেশটির ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে নতুন আইফোন পাওয়া যাচ্ছে। ভারতের বাজারে ফোনটি পাওয়া যাচ্ছে ৪২ হাজার ৫০০ রুপিতে।


আইফোন ১১, আইফোন ১১ প্রো, আইফোন ১১ প্রো ম্যাক্স-এ একই চিপ ব্যবহার করেছিল অ্যাপল। কোম্পানির অন্যান্য ফোনের মতোই আইফোন এসই ২০২০ মডেলের ব্যাটারি ও মেমোরি স্পেসিফিকেশন প্রকাশ করেনি কুপার্টিনোর কোম্পানিটি।


নতুন আইফোনে রয়েছে ৪.৭ ইঞ্চির ডিসপ্লে। এতে অ্যাপলের নতুন বায়োনিক চিপ এ৩১ ব্যবহৃত হয়েছে।


আইফোন এসই ২০২০ এ থাকছে এইচডি আইপিএস এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লেতে সর্বোচ্চ ৬২৫ নিটস ব্রাইটনেস পাওয়া যাবে। ফোনের ভেতরে রয়েছে এ ১৩ বায়োনিক চিপ।


আইফোন এসই ২০২০-তে থাকছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন।


এতে থাকছে ৬০এফপিএস ফোরকে রেকর্ডিং। একটি মাত্র ক্যামেরায় আইফোন এসই ২০২০ পোট্রেট মোডে ছবি উঠবে। কোম্পানির কম্পিউটেশনাল ফটোগ্রাফি প্রযুক্তি ও এ ১৩ বায়োনিক চিপের নিউরাল ইঞ্জিনের মাধ্যমে এই কাজ হবে।


সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে রয়েছে ৭ মেগাপিক্সেল ক্যামেরা।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com