
করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী ঘরবন্দি কয়েকশো কোটি মানুষ। ঘরে বসে নতুন কিছু শেখার সুযোগ করে দিতে বিনামূল্যে কোম্পানির সব অনলাইন ক্লাসে অংশ নেয়ার সুযোগ দিয়েছে নিকন।
আগামী ৩০ এপ্রিল পর্যন্ত যে কোনো নিকন অনলাইন ক্লাস থেকে ছবি তোলার খুঁটিনাটি শিখে নেয়া যাবে।ছবি তোলার বেসিক টিউটোরিয়াল থেকে মিউজিক ভিডিও বানানো, সব ধরনের অনলাইন ক্লাসেই বিনামূল্যে অংশ নেয়া যাবে।
একটি নিকন অনলাইন ক্লাসে ১৪.৯৫ মার্কিন ডলার থেকে ৪৯.৯৫ মার্কিন ডলার খরচ হয়। সেখানে প্রফেশনাল ফটোগ্রাফাররা বিষয়ের গভীরে গিয়ে ছবি তোলার খুঁটিনাটি বিশ্লেষণ করেন।
নিজের নিকন ক্যামেরা না থাকলেও এই অনলাইন ক্লাসে অংশ নিতে পারবেন। যদিও কয়েকটি ক্লাসে শুধুমাত্র কোম্পানির বিভিন্ন ক্যামেরা সম্পর্কে বিস্তারে শেখানো হয়। নিজের নাম, দেশ ও ইমেল উল্লেখ করে অনলাইন ক্লাসে যোগ দেয়া যাবে।
অনলাইন ক্লাসে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, ম্যাক্রো ফটোগ্রাফি, পোট্রেট সহ বিভিন্ন ধারার ছবি তোলা শিখতে আলাদা ক্লাস রয়েছে। এছাড়াও শিখে নেয়া যাবে শিশু ও পোষ্যের ছবি তোলার উপায়।
অনলাইনে ক্লাস করতে রেজিস্ট্রেশন করুন:
বিবার্তা/উজ্জল/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]