শিরোনাম
‘করোনা’ আতঙ্ক আইসিটি টাওয়ারে
প্রকাশ : ১৬ মার্চ ২০২০, ১৭:০৩
‘করোনা’ আতঙ্ক আইসিটি টাওয়ারে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে কর্মরত একজন আনসার সদস্যের মৃত্যুতে ‘করোনা’ আতঙ্ক বিরাজ করছে রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে।


এরই পরিপ্রেক্ষিতে বিসিসি’তে কর্মরত একজন আনসার সদস্যের স্বাস্থ্য পরীক্ষাসহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আনসার ও ভিডিপি’র ঢাকা মহানগর দক্ষিণ জোনের পরিচালকের কাছে চিঠি দেয়া হয়েছে।


চিঠিটি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক; ঢাকার জেলা প্রশাসক; ঢাকা, রংপুর ও সিরাজগঞ্জের সিভিল সার্জন, রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবকেও দেয়া হয়েছে।


চিঠিতে আইসটি টাওয়ার ‘ক’শ্রেণীর কেপিআইভুক্ত স্থাপনা হওয়ায় বিষয়টি বিশেষ দৃষ্টিতে নেয়ার আহ্বান জানানো হয়েছে। গত ১২ মার্চ এই চিঠিটি লেখেন বিসিসি নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com