শিরোনাম
বকেয়া আদায়ে সক্ষমতায় বিটিআরসিকে অভিনন্দন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৪
বকেয়া আদায়ে সক্ষমতায় বিটিআরসিকে অভিনন্দন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গ্রামীণফােনের অডিট নিষ্পত্তির বকেয়া আদায়ে সক্ষমতায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।


রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘ ২২ বছরের জিপির অডিট সম্পন্ন করে বিটিআরসি ১২ হাজার ৫৮০ কোটি টাকা জিপির নিকট পাওনা দাবি করে। যারা প্রেক্ষিতে জিপি এ অডিটের বিপরীতে আদালতে মামলা করে। গত বৃহস্পতিবার আপিল বিভাগ জিপিকে ১ হাজার কোটি টাকা সোমবারের মধ্যে পরিশোধের নির্দেশ দেয়।


মহিউদ্দিন আহমেদ বলেন, আজ জিপি আদালতের নির্দেশনা মেনে ১ হাজার কোটি টাকা কমিশনের চেয়ারম্যানের নিকট হস্তান্তর করে। আমরা জিপিকে আদালতের নির্দেশ মানায় ধন্যবাদ জানাতে চাই। সেই সাথে কমিশন যে সক্ষমতা দেখিয়েছে তা সত্যিই অতুলনীয়। বর্তমান কমিশন এই সক্ষমতার কারণে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে।



তিনি বলেন, এর মাধ্যমে কমিশন ও জিপির মধ্যে সকল অমীমাংসীত সমস্যার সমাধান হবে বলে আমরা প্রত্যাশা করি। একই সাথে জিপির প্রতি আমাদের আহ্বান থাকবে গ্রাহকরা যাতে সর্বোচ্চ সেবা পান। কমিশনেরও নিশ্চিত করতে হবে প্রদেয় অর্থের খেসারত যাতে কোনভাবেই গ্রাহকদের না ভোগ করতে হয়।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com