শিরোনাম
বিশ্ব ভালোবাসা দিবসকে নিয়ে ভিভোর ব্যতিক্রমী উদ্যোগ
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৬
বিশ্ব ভালোবাসা দিবসকে নিয়ে ভিভোর ব্যতিক্রমী উদ্যোগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসকে নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ভিভো। এ দিবস উপলক্ষে ভিভো ঢাকায় চারটি ব্র্যান্ডশপ- যমুনা ফিউচারপার্ক, বনশ্রী, ইস্টার্ন প্লাজা ও টোকিও স্কয়ারে খোলেছে ভ্যালেন্টাইন বুথ।


এ ব্র্যান্ডশপগুলোর সামনে কাপল ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে মিলবে কাপল ডিনারের সুযোগ। আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে এই সুযোগ মিলবে শনিবার পর্যন্ত।


‘ভিভো ভালোবাসায় ফাল্গুন’ শিরোনামে এই আয়োজন নিয়ে ভিভোর ব্যবস্থাপনা পরিচালক ডিউক জানিয়েছেন, উৎসবপ্রিয় বাঙালিদের জন্য রঙিন উপলক্ষ পহেলা ফাল্গুন। আর এ বছর একই দিনে ভ্যালেন্টাইন ডেও পালিত হবে। তরুণ প্রজন্মের সঙ্গে এ উৎসব-আনন্দ ভাগাভাগি করে নিতে ভিভোর এ আয়োজন।


ভিভো বাংলাদেশ জানিয়েছে, কাপল ডিনারের সুযোগ পেতে ব্র্যান্ডশপগুলোর সামনে কাপল ছবি তুলতে হবে। এরপর ছবিটি নিজের ফেসবুক টাইমলাইনসহ ইভেন্টের ফেসবুক পেজে পোস্ট করতে হবে। লিখতে হবে #vivoBhalobashayFalgun।


আপলোড করা ছবিগুলোর মধ্যে নির্বাচিত চারটি কাপলের ছবি ভিভোর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে পোলের মাধ্যমে পোস্ট করা হবে।


১৯ ফেব্রুয়ারি সর্বোচ্চ ভোটের ভিত্তিতে দুটি কাপলকে বিজয়ী ঘোষণা করা হবে। তারা ২২ ফেব্রুয়ারি ডিনারের সুযোগ পাবেন।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com