শিরোনাম
নারী বুটক্যাম্পের অনলাইন নিবন্ধন শুরু
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২০, ১৮:০৫
নারী  বুটক্যাম্পের অনলাইন নিবন্ধন শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নারী শিক্ষার্থী ও উদ্যমী তরুণীদের জন্য শুরু হলো তিন দিনব্যাপী আবাসিক বুটক্যাম্পের অনলাইন নিবন্ধন।


মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও এনাবলিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল ফর বাংলাদেশ (ESDG4BD)-এর যৌথ উদ্যোগে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।


তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কীভাবে একটি ধারণাকে স্টার্টআপে রূপ দেয়া যায় তা নিয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি ঢাকার লালামাটিয়াতে অনুষ্ঠিত হবে নারী উদ্ভাবনী ও উদ্যোক্তা বুটক্যাম্পা।


দ্বিতীয় দফায় আয়োজিত এই বুটক্যাম্পে অংশ নিতে পারবেন ৫০ জন নারী শিক্ষার্থী ও উদ্যমী তরুণী।


এই আয়োজনে যোগ দিতে শুরু হয়েছে অনলাইন নিবন্ধন। আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন এই লিংকে


জানা গেছে, নির্ধারিত ফরমে আবেদনের পর অনলাইন টেস্ট ও ফোন ইন্টারভিউ-এর মাধ্যমে চূড়ান্তভাবে অংশগ্রহণকারীদের নির্বাচিত করা হবে। ক্যাম্পে অংশ নেওয়ার জন্য কোন ফি-এর প্রযোজন হবে না।


গত বছর ২৮ নভেম্বর থেকে ৩০ নভেম্বর দেশের বিভিন্ন প্রান্তের মোট ৩১ জন মেয়ের অংশগ্রহণে এমন একটি বুটক্যাম্পের আয়োজন করা হয়েছিল।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com