শিরোনাম
তিন ক্যামেরার ফোন গ্যালাক্সি নোট ১০ লাইট
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২০, ১৮:৩২
তিন ক্যামেরার ফোন গ্যালাক্সি নোট ১০ লাইট
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ভারতের বাজারে এলো স্যামসাংয়ের নতুন ফোন গ্যালাক্সি নোট ১০ লাইট। ফোনটির ওজন ১৯৯ গ্রাম।


ফোনটিতে থাকছে একটি ৬.৭ ইঞ্চি ফুলএইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ১০এনএম এক্সিনস ৯৮১০ অক্টা-কোর প্রসেসর।


ছবি তোলার জন্য ফোনটির পেছনে রয়েছে তিনটি ১২ মেগাপিক্সেল ক্যামেরা, হোল-পাঞ্চ ডিসপ্লে। আর ডিসপ্লের নিচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এস পেন সাপোর্ট সুবিধা।


এতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি টেলি-ফটো ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।


ব্যাকআপের জন্য থাকছে ৪ হাজার ৫০০ মিলি অ্যাস্পিয়ার আওয়ারের ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জ সুবিধা।


গ্যালাক্সি নোট ১০ লাইটে থাকছে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। ১২৮ জিবি স্টোরেজ থাকলেও এক টেরাবাইটের মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করবে।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com