শিরোনাম
বাজারে এলো ক্যাসপারস্কি ২০২০ সংস্করণ
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৫:৫১
বাজারে এলো  ক্যাসপারস্কি ২০২০ সংস্করণ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের বাজারে হালনাগাদ প্রযুক্তিসম্পন্ন ক্যাসপারস্কি ২০২০ সংস্করণ উন্মুক্ত করেছে সাইবার সিকিউরিটি জায়ান্ট ক্যাসপারস্কি।


রবিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে ক্যাসপারস্কি ল্যাব ও স্মার্ট টেকনোলজিস বিডি লি.।


স্মার্ট টেকনোলজিস বিডি লি. এর সহকারি ব্যবস্থাপনা পরিচালক এসএম মহিবুল হাসান বলেন, স্মার্ট টেকনোলজিস সবসময় বাংলাদেশের তথ্যপ্রযুক্তির বাজারে সেরা সব পণ্য ও সেবা নিশ্চিত করতে বদ্ধ পরিকর।


তিনি বলেন, আমরা এক বছরের বেশি সময় ধরে ক্যাসপারস্কির পরিবেশক হিসেবে কাজ করছি। নিরাপদ সাইবা বিশ্ব গড়তে স্মার্ট টেকনোলজি বাংলাদেশের পক্ষে ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।


ক্যাসপারস্কি সাউথ এশিয়ার রিটেইল ম্যানেজার শিবসঙ্কর খাড়াদে বলেন, আমরা প্রতিবছর সবগুলো পণ্যের প্রধান সংস্করণ বাজারে ছাড়ি। ক্যাসপারস্কি সবসময়ই নতুন উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অত্যাধুনিক থ্রেট মোবাবেলায় নেতৃত্ব দিচ্ছে।


এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় বাজার। স্মার্ট টেকনোলজিসের সাথে আমরা একত্রিত হয়ে বাংলাদেশের সাইবার নিরাপত্তায় কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ।


স্মার্ট টেকনোরলজিসের সফটওয়্যার বিজনেস হেড মিরসাদ হোসেন বলেন, ক্যাসপারস্কি দীর্ঘদিন ধরে সাইবার সিকিউরিটির মধ্যে শ্রেষ্ঠ ব্র্যাণ্ড হিসেবে নেতৃত্ব দিচ্ছে। ইতোমধ্যে আমরা বাংলাদেশের ৮০ শতাংশ ব্যাংকে সাইবার সিকিউরিটি সেবা প্রদান করছি।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com