শিরোনাম
দেশব্যাপী
স্মার্টফোন সুরক্ষা সেবা দেবে জেনেক্সে ইনফোসিস
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৯, ১২:২৪
স্মার্টফোন সুরক্ষা সেবা দেবে জেনেক্সে ইনফোসিস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে স্মার্টফোন ব্যবহারকারীদের ডিভাইসের সুরক্ষা নিশ্চিত করতে যুক্তরাজ্যভিত্তিক ইনস্যুরেন্স প্রতিষ্ঠান সিপিপি গ্লোবাল অ্যাসিসট্যান্ট বাংলাদেশ লিমিটেডের সাথে একটি চুক্তি সাক্ষর করেছে দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি কোম্পানি জেনেক্স ইনফোসিস।


এ চুক্তির ফলে দেশব্যাপী আউটসোর্সিংয়ের মাধ্যমে পরিবেশক ও বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে এবং এর মাধ্যমে দুর্ঘটনা বা অন্য কোন কারণে স্মার্টফোনের ক্ষতি হলে স্মার্টফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দেবে কোম্পানিটি।


অনুষ্ঠানে জেনেক্স ইনফোসিস লিমিটেডের সিইও অ্যান্ড কো-ফাউন্ডার প্রিন্স মজুমদার বলেন, এ অংশীদারিত্বের ফলে দেশে স্মার্টফোন ব্যবহারকারীদের উদ্ভাবনী ও গ্রাহক-বান্ধব ডিভাইস সুরক্ষা সেবা দেয়ার সুযোগ পেল জেনেক্স। ডিভাইস সুরক্ষা সেবা বিশ্বেজুড়েই জনপ্রিয় এবং সিপিপির মাধ্যমে দেশে এ সেবা চালু করতে পেরে আমরা আনন্দিত।


জেনেক্স কার্যালয়ে চুক্তিটিতে সাক্ষর করেন সিপিপি গ্লোবাল এসিসট্যান্ট বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার জনাব দাঊদ সিদ্দিকী এবং জেনেক্স ইনফোসিস লিমিটেড’র সিইও অ্যান্ড কো-ফাউন্ডার প্রিন্স মজুমদার।


এ সময় জেনেক্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বৈভব কাপুর এবং ডেপুটি জেনারেল ম্যানেজার সাঈদ আহমেদ উপস্থিত ছিলেন।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com