শিরোনাম
বিমান সেবায় আসছে মোবাইল অ্যাপ
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৯, ১৭:৩৯
বিমান সেবায়  আসছে মোবাইল অ্যাপ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীসেবার মান বাড়াতে ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’ নামে একটি অ্যাপ চালু করা হচ্ছে।


যাত্রীদের যাত্রা সহজীকরণ, গতিশীল ও নির্বিঘ্ন করার জন্য এটি হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল অ্যাপ।


এই অ্যাপ ব্যবহার করে একজন যাত্রী নিজের মোবাইল থেকেই কিনতে পারবেন বিমানের সকল গন্তব্যের টিকিট। মূল্য পরিশোধ করতে পারবেন বিকাশ, রকেট যেকোন কার্ডের মাধ্যমে।


গুগল প্লেস্টোর অথবা অ্যাপল অ্যাপস স্টোর থেকে যেকোন স্মার্ট ফোনে অ্যাপটি ডাউনলোড করলে পৃথিবীর যেকোন প্রান্ত হতে বিমানের ফ্লাইট সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে।


এই অ্যাপের মাধ্যমে যাত্রীগণ ফ্লাইট সম্পর্কিত সকল তথ্য, ফ্লাইট স্ট্যাটাস, ফ্লাইট শিডিউল, সেলস সেন্টারসমূহের ঠিকানা, অনলাইন টিকেট ও রিফান্ড হেল্প ডেস্ক, টিকেট বুকিং সংক্রান্ত সমন্ত তথ্য জানা যাবে।


যাত্রীরা অ্যাপটি ডাউনলোড করে স্বস্ব প্রোফাইল তৈরি করে সরাসরি ওয়ানওয়ে, রাউন্ড ট্রিপ টিকেট, বুকিংয়ের পর টাকা পরিশোধের ব্যবস্থা, রিজার্ভেশন স্ট্যাটাস চেকিংয়ের সুবিধা, ভ্রমণ সঙ্গীর তথ্য সরবরাহ করতে পারবেন।


এছাড়া ওমাইট্রিপ, বুকিংহিস্ট্রি, ডেবিট ও ক্রেডিটকার্ড (ভিসা, মাস্টার, অ্যামেক্স, নেক্সাস) ও মোবাইলের (বিকাশ, রকেট) মাধ্যমে টিকিট ক্রয় এবং বুকিংয়ের টার্মস এ্যান্ড কন্ডিশন সুবিধা রয়েছে অ্যাপটিতে।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com