শিরোনাম
মটোরোলার সাশ্রয়ী বাজেটের ‘মটো ই৬ প্লাস’
প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৯, ১৮:০০
মটোরোলার সাশ্রয়ী বাজেটের ‘মটো ই৬ প্লাস’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মোবাইল অপারেটর রবির ই-কমার্স সাইট রবিশপে পাওয়া যাচ্ছে মটোরোলার বাজেট ফোন মটো ই৬ প্লাস।


রবিশপ থেকে গ্রাহকরা এক্সক্লুসিভলি মাত্র ১৫ হাজার ৯৯৫ টাকায় ফোনটি কিনতে পারবেন। তবে ফোনটির বর্তমান বাজার মূল্য ১৬ হাজার ৯৯৫ টাকা। ফালে এই বাজেটের মধ্যে মটো ই৬ প্লাস বাজারে সাড়া ফেলবে।


৬.১ ইঞ্চি মাপের ওয়াটার ড্রপ ডিসপ্লের স্মার্টফোনটিতে রয়েছে হেলিও পি ২২ (১২ ন্যানো মিটার) অক্টাকোর প্রসেসর। আরও থাকছে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম।


বাংলাদেশে মটোরোলার ন্যাশনাল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পরিচালক (টেলিকম বিজনেস) সাকিব আরাফাত বলেন, কোয়ালিটি, ডিজাইন এবং টেকনোলজির দিক দিয়ে মটোরোলার স্মার্টফোন বাজারে অনেকের চেয়ে এগিয়ে। বাজেট ফোন হিসেবে ইতোমধ্যে মটোরোলা বাজারে সুনাম অর্জন করেছে।


‘মটো ই৬ প্লাস’ স্মার্টফোনটিতে থাকছে ৬.১ ওয়াটার ড্রপ ডিসপ্লে, ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম।


প্রসেসর হিসেবে থাকছে হেলিও পি ২২ (১২ ন্যানো মিটার), ২.০ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর। ফলে স্মার্টফোনপ্রেমীরা গেমিংয়ে পাবেন ভালো অভিজ্ঞতা।


ওয়াটার ড্রপ ডিসপ্লের ফোনটিতে রয়েছে ৮০ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও। স্মার্টফোনটিতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।


ফোনটির অন্যতম আকর্ষণ এর ক্যামেরা। ডুয়াল ক্যামেরা সিস্টেমের পেছন দিকে রয়েছে ১৩ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল ও ফ্ল্যাশ। এছাড়া সামনের দিকে আছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com