শিরোনাম
আসছে নতুন ফোন ভিভো ইউ৩
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৯, ১৫:৪০
আসছে নতুন ফোন ভিভো ইউ৩
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

একের পর এক ফোন বাজারে এনে চমক দিচ্ছে ভিভো। এবার তরুণ প্রজম্মের কথা মাথায় রেখে ইউ সিরিজের ফোন বাজারে আনছে প্রতিষ্ঠানটি।


খুব শিগগিরই বাজারে আসছে ভিভো ইউ৩। কিন্তু এর আগেই ফাঁস হল ভিভো ইউ৩ ফোনটির স্পেসিফিকেশন।


চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট পোস্টে ভিভো জানিয়েছে, ভিভো ইউ৩ ফোনে স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট থাকবে। ফোনের পেছনে থাকবে ট্রিপল ক্যামেরা। এছাড়াও থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।


জানা গেছে, এই ফোনে থাকবে একটি ৬.৩ ইঞ্চি এফএইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ। ভিভো ইউ৩ ফোনের ভেতরে থাকবে স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট। সাথে থাকবে ৪ জিবি র‌্যাম আর ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ।


ভিভো ইউ৩ ফোনের পেছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে ভিভো। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আর ২ মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা


১৮ ওয়ার্ড ফাস্ট চার্জ সাপোর্টের ফোনে রয়েছে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমের উপরে চলবে ফানটাচ ওএস ৯.০ স্কিন। ফোনটির দাম এখনো জানা যায়নি।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com