শিরোনাম
ডিজিটাল বিশ্বে আগামীতে নেতৃত্ব দেবে বাংলাদেশ: জয়
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৯, ১৩:৪৯
ডিজিটাল বিশ্বে আগামীতে নেতৃত্ব দেবে বাংলাদেশ: জয়
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ আগামীতে ডিজিটাল বিশ্বে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।


রবিবার (২০ অক্টোবর) সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।


জয় বলেন, ডিজিটাল পদ্ধতিতে নাগরিক সেবাগুলো মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। এরইমধ্যে সেবা ডিজিটাইজেশনে মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ এখন যেমন বাস্তবতা তেমনি আগামীতে এটিই বিশ্বে নেতৃত্ব দেবে। ডিজিটাল সেবা দিয়ে বাংলাদেশ আগামী পাঁচ বছরের মধ্যে জাতিসংঘের ৫০তম তালিকায় থাকবে বলেও উল্লেখ করেন তিনি।


এর আগে ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান প্রকল্পের, ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান রিপোর্ট-এর মোড়ক উন্মোচন, ডিজিটাল মিউনিসিপ্যালিটি সার্ভিস সিস্টেম, একসেবা, একপে এবং একশপ অ্যাপ উদ্বোধন করেন জয়।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com