শিরোনাম
চালক ছাড়া গাড়ি চলার প্রযুক্তি উদ্ভাবন
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৯, ১০:৫১
চালক ছাড়া গাড়ি চলার প্রযুক্তি উদ্ভাবন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ড্রাইভার গাড়ি চালাবে। গাড়ি নির্দিষ্ট গন্তব্যে যাবে। এটাই নিয়ম। কিন্তু চালক ছাড়াই গাড়ি চলার প্রযুক্তি উদ্ভাবন করেছে ইরান।


দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতায় এই চালকবিহীন গাড়ি নির্মাণ প্রযুক্তির উদ্ভাবন করা হয়েছে। ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোহাম্মাদ অযারি জাহরোমি এক টুইটে এই তথ্য জানান।


তিনি টুইটে লিখেছেন, আমাদের তরুণরা সব সময় সর্বোত্তমটিই অর্জন করে থাকে। আমি টেলিযোগাযোগ গবেষণা কেন্দ্রকে বলেছি বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতায় তারা যেন চালকবিহীন গাড়ি নির্মাণ প্রযুক্তির উন্নয়ন ঘটায়। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটার ক্ষেত্রে আমরা কোনো দিক থেকেই পিছিয়ে নেই। এখন কেবল পণ্য উৎপাদন বাকি।


এর আগে মোহাম্মাদ জাওয়াদ অযারি জাহরোমি জানিয়েছেন, ইরানের মহাকাশ সংস্থা অন্যান্য দেশের সহযোগিতায় একজন ইরানি নভোচারীকে মহাকাশে পাঠানো হবে।


এছাড়া, ২০২১ সালের মধ্যে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠানো হবে যা পৃথিবীর এক মিটার দৈর্ঘ্যের বস্তুকে শনাক্ত করতে পারবে। এটি হাই-রেজ্যুলেশনের ছবি কেন্দ্রে পাঠাবে।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com