শিরোনাম
স্মার্টফোনের প্রথম সংস্করণ ‘মেড ইন আফ্রিকা’
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৯, ১৩:৪০
স্মার্টফোনের প্রথম সংস্করণ ‘মেড ইন আফ্রিকা’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আফ্রিকার রুয়ান্ডার বাজারে সম্প্রতি নতুন দুটি মডেলের স্মার্টফোন ছেড়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মারা গ্রুপ। বলা হচ্ছে, এ দুই মডেল ‘মেড ইন আফ্রিকা’ স্মার্টফোনের প্রথম সংস্করণ।


গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত ফোন দুটির মডেল মারা এক্স ও মারা জেড।


রুয়ান্ডার বাজারে এ দুটি নতুন মডেলের স্মার্টফোনকে স্যামসাংয়ের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে বলে ধারণা করা হচ্ছে।


দেশটিতে স্যামসাংয়ের সবচেয়ে কম দামের স্মার্টফোনটি ৫০ হাজার রুয়ান্ডান ফ্রাংক বা ৫৪ ডলারে পাওয়া যায়।


অন্যদিকে নন-ব্র্যান্ডেড স্মার্টফোন বিক্রি হয় সর্বনিম্ন ৩৭ ডলারে। এ কারণে আফ্রিকার এ দেশটিতে ১৩০ ও ১৯০ ডলারের স্মার্টফোন কতটা বাজার দখল করতে পারবে, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে।


এ বিষয়ে মারা গ্রুপের সিইও আশিস থাক্কার বলেন, মারা এক্স ও মারা জেড মেড ইন আফ্রিকা স্মার্টফোনের প্রথম সংস্করণ। বিদেশ থেকে যন্ত্রাংশ আমদানির পর আফ্রিকায় সংযোজন করে এ দুটি মডেলের স্মার্টফোন তৈরি করা হয়েছে। এ কারণে প্রাথমিক অবস্থায় মডেল দুটির দাম তুলনামূলক বেশি। তবে ভালো মানের পণ্য পেতে হলে ব্যবহারকারীদের একটু বেশি অর্থ ব্যয় করতে হবে।


আশিস থাক্কার জানান, ২ কোটি ৪০ লাখ ডলার ব্যয়ে রুয়ান্ডায় স্মার্টফোন তৈরির কারখানা করা হয়েছে। এতে প্রতিদিন ১ হাজার ২০০টি স্মার্টফোন তৈরি করা সম্ভব হবে। একই সঙ্গে এ কারখানায় মাদারবোর্ড তৈরি করা হচ্ছে।


মারা এক্স স্মার্টফোনটির দাম ধরা হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৭৫০ রুয়ান্ডান ফ্রাংক (স্থানীয় মুদ্রা) বা ১৯০ ডলার।


অন্যদিকে মারা জেড স্মার্টফোনটির দাম ধরা হয়েছে ১ লাখ ২০ হাজার ২৫০ রুয়ান্ডান ফ্রাংক বা ১৩০ ডলার।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com