শিরোনাম
চলছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের নিবন্ধন
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১৫
চলছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের নিবন্ধন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০১৯ প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ালো আরো ১১ দিন।


আগ্রহীরা আগামী ৩০ সেপ্টেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন করা যাবেএই ঠিকানায়


নিবন্ধিত প্রতিযোগীরা আবেদনের স্থান অনুযায়ী প্রথমে দেশের ৯টি শহরে (ঢাকা, চট্রগ্রাম সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং কুমিল্লা) আঞ্চলিক পর্বে অংশ নিতে পারবেন। আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা নাসার চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।


প্রতিযোগিতার ক্যাটাগরি হিসেবে থাকছে আর্থস ওশানস, আওয়ার মুন, প্লানেটস নেয়ার অ্যান্ড ফার, টু দ্য স্টারস এবং লিভিং ইন আওয়ার ওয়ার্ল্ড।


প্রজেক্ট হিসেবে জমা দেয়া যাবে হার্ডওয়্যার, সফটওয়্যার, মোবাইল অ্যাপ, গেমস এবং হার্ডওয়্যার/সফটওয়্যার/মোবাইল অ্যাপ/গেমস প্রটোটাইপ।


বাংলাদেশে নাসার এই প্রতিযোগিতার আয়োজক হিসেবে কাজ করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।


বেসিস স্টুডেন্টস ফোরামের সহযোগিতায় বাংলাদেশে বেসিস টানা পঞ্চমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com