শিরোনাম
সিরিন ল্যাবসের ব্লকচেইন প্রযুক্তির স্মার্টফোন
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৮
সিরিন ল্যাবসের ব্লকচেইন প্রযুক্তির স্মার্টফোন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

‘ফিনি’ নামে ডুয়াল স্ক্রিন নকশার ব্লকচেইন প্রযুক্তির স্মার্টফোন করেছে সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান সিরিন ল্যাবস। স্মার্টফোনটি দেশের বাজারে পাওয়া যাবে।


ইতোমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে ফোনটি বাজারে ছাড়ার বিষয়ে অনুমোদন নিয়ে কথা বলছে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো।


ব্লকচেইন প্রযুক্তির স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম তৈরি করেছে কুইন্সল্যান্ডের একটি প্রতিষ্ঠান।


ফোনের নকশা ও উৎপাদনের কাজ করেছে চীনের ফক্সকন টেকনোলজি গ্রুপ।


সিরিন ল্যাবের দাবি, নিরাপত্তা ফিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের ফোন বাজারে আনা হচ্ছে। এর আগে সোলারিন মোবাইল ফোন উন্মোচন করেছে সিরিন ল্যাবস।


প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জেডডিনেটের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ৮.১-এর ওপর ভিত্তি করে তৈরি সিরিন ওসভিত্তিক ফোনটিতে দুই ইঞ্চি স্লাইডার ‘সেফ স্ক্রিন’ রয়েছে। এতে ইন্ট্রুসন প্রোটেকশন সিস্টেম (আইপিএস) রয়েছে।


এর বাইরে নিরাপদ যোগাযোগ, একাধিক কাজের সক্ষমতা, ক্রিপটোওয়ালেট এবং গুগল প্লে স্টোরের পাশাপাশি ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন (ডিঅ্যাপ) সুবিধা থাকছে।


স্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর চালিত এই ফোনের পর্দা ৬ ইঞ্চি। র‍্যাম ৬ গিগাবাইট, রম ১২৮ গিগাবাইট। সামনের ক্যামেরা ও পেছনের ক্যামেরা যথাক্রমে ৮ ও ১২ মেগাপিক্সেল।


অ্যান্ড্রয়েড ৮.১ সংস্করণ চালিত এই ফোনে থাকছে ৩০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারেরব্যাটারি।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com