শিরোনাম
ভিসা-এসএসএলকমার্জের ‘সেভ অ্যান্ড সেভ’ অফার
প্রকাশ : ২৬ আগস্ট ২০১৯, ১৫:৫৩
ভিসা-এসএসএলকমার্জের ‘সেভ অ্যান্ড সেভ’ অফার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের সর্ববৃহৎ পেমেন্ট গেটওয়ে এবং মার্চেন্ট সংযোগকারী এসএসএলকমার্জ নিয়ে এলো সেভ অ্যান্ড সেভ ক্যাম্পেইন।


বিশ্বের শীর্ষস্থানীয় পেমেন্ট টেকনোলজি নেটওয়ার্ক ভিসার সঙ্গে যৌথ উদ্যোগে এই ক্যাম্পেইনের আওতায় সেভড ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করে ৭টি ক্যাটাগরির ৩০টিরও বেশি মার্চেন্টের কাছে গ্রাহকরা শর্তসাপেক্ষে পাবেন ৪০০ টাকা ছাড়! সেভড ভিসা কার্ড দিয়ে প্রথম দুটি ট্র্যানজেকশনের প্রতিটিতে থাকছে ২০০ টাকা ছাড়।


সেভ অ্যান্ড সেভ ক্যাম্পেইনে যে ৭টি ক্যাটাগরিতে অফার দেয়া হচ্ছে তা হলো- অনলাইন শপিং, ট্রাভেল, ডিজিটাল সার্ভিসেস, এন্টারটেইনমেন্ট, গ্রোসারি, ইন্স্যুরেন্স এবং রিচার্জ। ৩০টিরও বেশি মার্চেন্ট তাদের গ্রাহকদের এই অফার দেয়ার জন্য এসএসএলকমার্জের প্ল্যাটফর্মকে বেছে নিয়েছে।


এসব মার্চেন্টদের মধ্যে রয়েছে ইজি ডটকম ডটবিডি, স্টার সিনেপ্লেক্স, ফ্লাইট এক্সপার্ট, মীনা ক্লিক, আজকের ডিল ডটকম, বাগডুম ডটকম, প্রিয়শপ ডটকম, শাদমার্টসহ আরও অনেকে।


বাংলাদেশে গত কয়েক বছরে জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে। সেই সঙ্গে মানুষের কেনাকাটার ধরনেও পরিবর্তন হয়েছে। এখন মানুষ অনলাইনে শপিং করতে এবং সেবা নিতে বেশি আগ্রহী।


এছাড়া ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে সহজে পেমেন্ট করতে চায়। কার্ড দিয়ে পেমেন্ট করার ক্ষেত্রে বেশকিছু তথ্য দিতে হয়। বারবার এসব তথ্য দেয়া বিরক্তিকর এবং এতে গ্রাহকের বাড়তি সময় নষ্ট হয়। মার্চেন্ট ওয়েবসাইটে ভিসা কার্ড সেভ করার মাধ্যমে একজন গ্রাহক ভবিষ্যতে কেনাকাটা ও পেমেন্ট করতে পারবেন আরও দ্রুততম সময়ে।


এ ব্যাপারে ভিসার হেড অব মার্চেন্ট সেলস অ্যান্ড একুয়ারিং, ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া সাইলেশ পল বলেন, বাংলাদেশের কার্ডধারীরা নিরাপদ ও সহজ অনলাইন ট্র্যানজেকশনের সুবিধার সঙ্গে দ্রুত অভ্যস্ত হয়ে উঠছেন। এসএসএলকমার্জের সঙ্গে আমাদের অংশীদারিত্বের মাধ্যমে আমরা নিশ্চিত করছি অনলাইনে কেনাকাটায় গ্রাহকদের আরো স্বাচ্ছন্দ্য ও আরাম দিতে।


ভিসা এবং এসএসএলকমার্জ যৌথভাবে এই ক্যাম্পেইনটি পরিচালনা করছে এবং এর আগেও বাংলাদেশের ই-কমার্স খাতে সচেতনতা সৃষ্টি, প্রচারণা এবং মানোন্নয়নে যৌথভাবে বেশকিছু উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠান দুটি। সেভ অ্যান্ড সেভ অফার ক্যাম্পেইনটি চলবে ২৪ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত।


এ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে www.sslcommerz.com/visa এই ঠিকানায়।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com