
পবিত্র ঈদুল আজহার তারিখ জানাতে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক বসছে বুধবার (২৮ মে)। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এদিন ১৪৪৬ হিজরি সনের জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেলে সে অনুযায়ী কোরবানির ঈদের তারিখ ঘোষণা করা হবে।
মঙ্গলবার (২৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেলে তাৎক্ষণিকভাবে নিম্নোক্ত ফোন বা ফ্যাক্স নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও অবহিত করা যাবে।
ফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭, ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]