সৌদি পৌঁছেছেন ৪৯ হাজার ৯০৪ হজযাত্রী, মৃত্যু বেড়ে ৮
প্রকাশ : ১৯ মে ২০২৫, ১১:৪৩
সৌদি পৌঁছেছেন ৪৯ হাজার ৯০৪ হজযাত্রী, মৃত্যু বেড়ে ৮
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৪৯ হাজার ৯০৪ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে।


সোমবার (১৯ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, ১২৬টি ফ্লাইটে ৪৯ হাজার ৯০৪ যাত্রী সৌদি পৌঁছেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৩টি ফ্লাইটে গেছেন ২৪ হাজার ৬৯৮ জন। এ ছাড়া সৌদি এয়ারলাইন্সের ৪৩টি ফ্লাইটে ১৬ হাজা ৯৪৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২০টি ফ্লাইটে গেছেন ৮ হাজার ২৬৩ জন।


হজ বুলেটিনে আরও বলা হয়, এখন পর্যন্ত সৌদি যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৫ হাজার ৩২১ জন।


চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতজন পুরুষ ও একজন নারী।


গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মধ্য দিয়েই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ৩১ মে।


উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন।


দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজের আনুষ্ঠানিকতা শেষে ১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে, শেষ গবে ১০ জুলাই।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com