হজযাত্রা আগের চেয়ে সহজ ও আরামদায়ক হয়েছে : বিমান প্রতিমন্ত্রী
প্রকাশ : ২১ মে ২০২৩, ১৯:০১
হজযাত্রা আগের চেয়ে সহজ ও আরামদায়ক হয়েছে : বিমান প্রতিমন্ত্রী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, ‘প্রধানমন্ত্রীর সফল কূটনৈতিক প্রচেষ্টার কারণেই ২০১৯ সাল থেকে ‘রোড টু মক্কা ইনেশিয়েটিভ’র আওতায় ঢাকায় বিমানবন্দরে সম্পন্ন হয়ে যাচ্ছে হজযাত্রীদের সৌদি আরব অংশের ইমিগ্রেশন। এমনকি সৌদি আরবে পৌঁছার পর তাদের লাগেজও নির্ধারিত আবাসনে পৌঁছে দেওয়া হচ্ছে। এতে হজযাত্রীদের পরিশ্রম, সময় ও কষ্ট লাঘব হয়েছে। হজযাত্রা হয়েছে সহজ ও আরামদায়ক।’


আজ রবিবার হজ ফ্লাইটের উদ্বোধন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘হজের টিকিট বিক্রির ক্ষেত্রে নতুন নিয়ম চালু ও মনিটরিং বৃদ্ধির কারণে কোনো হজযাত্রীকেই এয়ারলাইন্সের টিকিট নিয়ে হয়রানির সম্মুখীন হতে হয়নি। এবারও তারা টিকিট নিয়ে কোনো সমস্যায় পড়বেন না।’


‘হজ পরিবহনের সকল বিষয় সার্বক্ষণিক নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে জানিয়ে মাহবুব আলী বলেন, ‘সুষ্ঠুভাবে হজ পরিবহন কার্যক্রম সম্পন্ন করার জন্য হজযাত্রী ও সকল অংশীজনের আন্তরিক সহযোগিতা কামনা করছি।’


প্রসঙ্গত, ঢাকা থেকে ছেড়ে যাওয়া প্রথম হজ ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে। বাংলাদেশ বিমানের ডেডিকেটেড ফ্লাইটটিতে ৪১৫ জন মুসল্লি গেছেন; যাদের সবাই সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী।


জানা গেছে, আজ রবিবার স্থানীয় সময় সকাল পৌনে ৮টায় জেদ্দার বাদশা আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হজযাত্রীরা। এর আগে আজ ভোররাত ৩টা ৩৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩০০১ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।


বিমানের আরও ৪টি ফ্লাইট আজ দিনের বিভিন্ন সময়ে জেদ্দার উদ্দেশে হজযাত্রীদের নিয়ে ঢাকা ত্যাগ করবে।


এর আগে গত শুক্রবার হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com