শিরোনাম
আখেরি চাহার শোম্বা বুধবার
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৯, ১৮:৫৪
আখেরি চাহার শোম্বা বুধবার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বুধবার (২৩ অক্টোবর) যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে পবিত্র আখেরি চাহার শোম্বা উদযাপিত হবে।


এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বুধবার বাদ যোহর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। মাহফিলে ওয়াজ পেশ করবেন ঢাকা পূর্ব রাজাবাজার জামে মসজিদের খতীব মুফতি মাওলানা মাহবুবুর রহমান।


এতে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম।


হিজরি সনের সফর মাসের শেষ বুধবার মুসলিম উম্মাহ আখেরি চাহার শোম্বা পালন করে আসছে। এ দিনে ইসলামের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.) জীবনে শেষবারের মতো রোগমুক্তি লাভ করেন। আরোগ্য লাভের সংবাদে মদিনাবাসী আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। তারা সাধ্যমতো দান-সাদকা ও শুকরিয়া নামাজ আদায় করেন।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com