শিরোনাম
আশুরা পালনে প্রস্তুত হোসেনী দালান ইমামবাড়া
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৪
আশুরা পালনে প্রস্তুত হোসেনী দালান ইমামবাড়া
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পবিত্র আশুরা পালনে পুরান ঢাকার হোসেনী দালান ইমামবাড়া সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। এরই মধ্যে তাজিয়া মিছিলের প্রস্তুতিও শতভাগ সম্পন্ন করেছে হোসেনী দালান কর্তৃপক্ষ। শোকাবহ কারবালা স্মরণে ইমামভক্তরা নানা রীতিনীতির মাধ্যমে স্রষ্টার কাছে মনের আকুতি তুলে ধরছেন।


প্রায় ৪০০ বছরের ঐতিহ্যের বাহক কংক্রিটের হোসেনী দালানে নানা শ্রেণিপেশার মানুষ মনের আশা নিয়ে ইমাম হোসেনের প্রতীকী যারী মোবারক দর্শন করছেন।


মহররম মাসের শুরু থেকে ১০ তারিখ পর্যন্ত থাকে নানা কর্মসূচি। ‘মেহেদি নাযার’ নামে চলে বিশেষ মজলিশ, চলে প্রার্থনা। মূল আনুষ্ঠানিকতা তাজিয়া মিছিলকে ঘিরে হলেও এর আগে তিন দফা মিছিল বের করেন হোসেন ভক্তরা।


জানা যায়, আরবি ভাষায় তাজিয়া শব্দটি শোক ও সমবেদনা প্রকাশ করতে ব্যবহার হয়। কারবালার মর্মান্তিক শোকাবহ স্মৃতি স্মরণে তাজিয়া মিছিলের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে হোসেনি দালান।


হোসেনী দালান ইমামবাড়ার তত্ত্বাবধায়ক এম এম ফিরোজ হোসেন বলেন, প্রশাসনের সার্বিক নিরাপত্তা ও সহায়তা অব্যাহত রয়েছে। আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। আশা করছি সুন্দরভাবে তাজিয়া মিছিল করতে পারব।


এদিকে নিরাপত্তার কথা মাথায় রেখে অন্য বছরের মতো এবারও দা ছোরা কাঁচি বর্শা বল্লম লাঠি ও আগুন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com