বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে দুইদিনের বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে দলটি। রবিবার ঢাকায় এবং পরদিন সোমবার সারাদেশে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
শনিবার পৃথকভাবে দলীয় এই কর্মসূচি ঘোষণা করা হয়। সকালে মহানগর বিএনপির যৌথসভা শেষে ঢাকার কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস। এরপর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান সোমবারের কর্মসূচি ঘোষণা করেন।
বিএনপির পক্ষ থেকে বলা হয়, ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে তারা ওই কর্মসূচি পালন করবে।
বিবার্তা/আছিয়া/নিশি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]