ব্যক্তিগত ও শারীরিক কারণ দেখিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টার পদ থেকে অব্যাহতি চেয়েছেন সাংবাদিক সঞ্জীব চৌধুরী।
বুধবার রাতে পদত্যাগ চিঠি তিনি বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পাঠিয়েছেন।
যাতে বলা হয়েছে, নানা রোষানলের সময় তিনি দৈনিক আমাদের পত্রিকায় ছিলেন এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। সত্য তুলে ধরতে বিন্দুমাত্র বিচ্যুত হননি। তবে নতুন এই দায়িত্বে তিনি ব্যক্তিগত ও শারীরিক কারণে থাকতে পারছেন না। ফলে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন।
বিবার্তা/ইডি/ইফতি