পদত্যাগ করে দলের দায়িত্ব নিন, প্রধান উপদেষ্টাকে দুদুর আহ্বান
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১৩:৩৪
পদত্যাগ করে দলের দায়িত্ব নিন, প্রধান উপদেষ্টাকে দুদুর আহ্বান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করেছে, যার বিরোধিতা অনেকেই করেছে। কিন্তু আমরা করিনি। ড. ইউনূস সত্যবাদী, সাহসী ও বিবেকবান মানুষ। তার যেহেতু এতোই বিবেক, তাহলে আমি বলব—পদত্যাগ করে রাজনৈতিক দলের দায়িত্ব নিন, নির্বাচনে অংশ নিন। জনগণ যদি ভোট দেয়, বিএনপি আপনাকে সর্বপ্রথম অভিনন্দন জানাবে।


বুধবার (৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ আয়োজিত ‘সংস্কার, জাতীয় নির্বাচন ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির ৫০ লাখ কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বেগম খালেদা জিয়াকে চিকিৎসাহীন অবস্থায় জেল খাটতে হয়েছে। আমি দাবি করে বলতে পারি, বিএনপি যে ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, অন্য কোনো রাজনৈতিক দল তা পারে না। বিএনপিকে রাস্তায় নামার আগেই নির্বাচন দিন। নইলে বলব, হাসিনার দিকে তাকান। বিএনপি সবসময় জনগণের সমর্থন আর ভালোবাসা নিয়েই ক্ষমতায় এসেছে। তাই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে।


তিনি বলেন, শহীদ জিয়া প্রমাণ করে গেছেন একজন মানুষ কীভাবে দেশের জন্য নিবেদিত হতে পারেন। তার হাত ধরে যে রাজনৈতিক দলের জন্ম, সেই বিএনপি ফ্যাসিস্ট আওয়ামী লীগের জন্য হুমকিস্বরূপ। কারণ, বিএনপির মূল দর্শন গণতন্ত্র।


আলোচনা সভায় নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি এস. এম. মিজানুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার প্রমুখ।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com