বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে: ফখরুল
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫, ১৩:৪২
বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে: ফখরুল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা কখনোই বলিনি আগে নির্বাচন, পরে সংস্কার। এটা ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে। জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।’


বুধবার ২ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও জেলা শহরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।


বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা কখনোই বলিনি আগে নির্বাচন, পরে সংস্কার। কিন্তু এটা ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে; জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলেছি, নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে ন্যূনতম যে সংস্কার করা দরকার সেটা করতে হবে।’


মির্জা ফখরুল বলেন, বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, এনসিপি, জাকের পার্টিসহ সব রাজনৈতিক দলের সম্পর্ক জনগণের সঙ্গে। আর যারা সংস্কারে এসেছেন, তারা জ্ঞানী মানুষ; পন্ডিত লোক; বিশাল ডিগ্রিধারী। তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু তারা জনগণের বাইরে গিয়ে কিছু করলে আমরা সেটিকে সমর্থন করতে পারব না।


তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য গণতন্ত্রই হচ্ছে শ্রেষ্ঠ ব্যবস্থা। রাজনৈতিক দলগুলো স্বৈরাচার হয়ে ওঠলে আওয়ামী লীগের মতো অবস্থা হবে। এখানে স্বৈরাচার হয়ে উঠলে জনগণই তাদেরকে বের করে দেয়। সুতরাং এটার জন্য জনগনের কোনো দোষ নেই। গণতন্ত্র সবচেয়ে উত্তম ব্যবস্থা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com