
দেশের চলমান রাজনীতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলেও জানানো হয়।
এর আগে, আওয়ামী লীগ ইস্যুতে বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে এনসিপির জ্যেষ্ঠ নেতা হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট ঘিরে দেশজুড়ে আলোচনা চলছে। এ নিয়ে দেশের কোথাও কোথাও মিছিলও হয়েছে।
এরপর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবির ইস্যুতে কথা বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ-ও। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও দুপুরে একটি স্ট্যাটাস দিয়ে পরে তা সরিয়ে নেন।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]