
পূর্বঘোষণা অনুযায়ী বায়তুল মোকাররমের সামনে থেকে মার্চ ফর খিলাফাহ নামে মিছিল করেছে নিষিদ্ধ হিযবুত তাহরীরের কর্মীরা। তারা মসজিদের উত্তর গেট থেকে তারা মিছিল নিয়ে বিজয় নগর পানির ট্যাংকি এলাকায় গিয়ে থেমে যায়। সেখানে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
এসময় দুজনকে আটক করেছে পুলিশ। পুলিশের সঙ্গে নামাজের পর থেকে শুরু হয়ে হিযবুত কর্মীদের এ ধাওয়া-পাল্টা ধাওয়া চলে সোয়া দুইটা পর্যন্ত।
শুক্রবার (৭ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটে দেখা যায়, রাজধানীর পল্টন মোড় এলাকায় এখনো সতর্ক অবস্থানে আছে পুলিশ। তবে হিজবুতের কাউকে দেখা যায়নি।
সরেজমিনে দেখা যায়, নিষিদ্ধ সংগঠনটি জুমার ফরজ নামা শেষ হতেই মসজিদের উত্তর গেট থেকে মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকির দিকে যায়। এরই মধ্যে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। পুলিশকে রুখে দাঁড়ানোর চেষ্টা করে নিষিদ্ধ সংগঠনটির কর্মীরা। এর ফলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
এরপর মিছিল নিয়ে পানির টাংকি এলাকায় গিয়ে তাদের স্লোগান দিতে থাকে। এসময় আইনশৃঙ্খলা বাহিনী তাদের পেছন থেকে লাঠিচার্জ এবং টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এসময় মিছিলকারীরা ফের বায়তুল মোকাররমের দিকে যেতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে যায়।
দুপুর ২টা ১৫ মিনিটের পর আইনশৃঙ্খলা বাহিনী তাদের পানির ট্যাংকি এলাকা থেকে সরিয়ে দিতে সক্ষম হয়।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]