
জামালপুরে আমার বাংলাদেশ-এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, আমরা বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই,নাগরিকদের অধিকার হচ্ছে আমাদের রাজনীতির মধ্যাকর্ষণ।
বাংলাদেশ বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ভারত ও বিজেপির রাজনীতি বাংলাদেশকে বিপদে ফেলার মতো অবস্থায় নেই। ভারতের আওয়ামী লীগ ও শেখ পরিবারকে তোষণ করার যে নীতি তা ভুল প্রমাণিত হয়েছে। ভারতের সাথে আমাদের স্থায়ী শত্রুতার কোন জায়গা নেই। আলোচনার টেবিলে সমাধান করা যাবে না এমন কোন সমস্যা নেই। বাংলাদেশ ও ভারতের দুই দিকের নদীকে বাঁচানো যাবে এমন পানি গঙ্গাতে আছে, কিন্তু দরকার হচ্ছে আন্তরিকতার সাথে ব্যবস্থাপনা করা। তবে ভারতকে আওয়ামী লীগের ট্রমা থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের সাথে, মানুষের সাথে ভারতের সম্পর্ক গড়তে হবে।
৮ ফেব্রুয়ারি, শনিবার দুপুরে শহরের ফৌজদারী মোড়ে জামালপুর জেলা এবি পার্টি আয়োজিত সমাবেশ পূর্ব এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা খুবই বেশি, কিন্তু বিএনপির সমালোচনা করা, বিএনপির বাইরেও বড় রাজনৈতিক কাঠামো থাকা দরকার। যারা দেশের মানুষের জন্য, দেশের জন্য সরকারের সমালোচনা করবে। এই গণতন্ত্র না থাকলে বাংলাদেশে সংসদ কার্যকর থাকবে না, রাষ্ট্র থাকবে না।
শহরের ফৌজদারী মোড়স্থ দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এবি পার্টির সাংগঠনিক সম্পাদক ও জেলা এবি পার্টির আহবায়ক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন, এবি যুব পার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, জামালপুর পৌর এবি পার্টির আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মাহমুদুল হাসান বুলবুলসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/ওসমান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]