আবারও পেছালো ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সম্মেলন
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ১৯:৩৪
আবারও পেছালো ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সম্মেলন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রায় এক দশক পর হতে যাওয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সম্মেলনের তারিখ আবারও পিছালো। অনুরোধ রক্ষার কথা বলার পর এবার অনিবার্য কারণবশত বিএনপি’র সম্মেলন হচ্ছে না বলে জানানো হয়েছে।


শনিবার (১৮ জানুয়ারি) বিএনপি’র সম্মেলন হওয়ার কথা ছিলো। এর আগে (২৮ ডিসেম্বর) সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।


ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আজম মোরশেদ আল মামুন লিটন এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, অনিবার্য কারণে পূর্বঘোষিত তফসিল অনুযায়ি ১৮ জানুয়ারি সম্মেলন হচ্ছে না।


বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, (২০ জানুয়ারি) সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হবে। এর আগে সম্মেলনের দু’দিন আগে (২৬ ডিসেম্বর) জেলা বিএনপি’র সদস্য সচিব এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, ভোটারদের অনুরোধে অধিকতর প্রস্তুতির লক্ষ্যে ২৮ ডিসেম্বরের পরিবর্তে ১৮ জানুয়ারি সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলন হওয়া না হওয়ার বিষয়টি দু’পক্ষের অস্তিত্বের লড়াই হিসেবে দেখা হচ্ছিল। আবারো সম্মেলন পিছিয়ে পড়ায় আয়োজনকারি পক্ষ কিছুটা হলেও বিব্রতকর অবস্থায় পড়েছে। অন্যদিকে কথা না রেখে সম্মেলন প্রতিহতের ডাক দিয়ে দুই নেতাকে শোকজের ঘটনা আরেকটি পক্ষকে অস্থিরতার মধ্যে ফেলেছে। বৃহস্পতিবার হওয়া ওই পক্ষের এক সমাবেশে একাধিক সাবেক এম.পিসহ সিনিয়র নেতারা উপস্থিত না থাকার বিষয়টি তাদেরকেও অনেকটা বেকায়দায় ফেলেছে।


দলীয় নেতা-কর্মীরা জানান, প্রথমে ২৮ ডিসেম্বর জেলা সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। এক দফা পিছিয়ে ১৮ জানুয়ারি সম্মেলননের নতুন তারিখ নির্ধারণ করা হয়। স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ ও সম্মেলন পিছাতে এক পক্ষের দাবি মেনে নিয়েই নতুন তারিখ ঘোষণা করা হয়।


নতুন তারিখ ঘোষণা ও আংশিক ভোটার তালিকা প্রকাশের পরও একটি পক্ষ এখন আবার একই দাবি তুলেছে। ভোটার তালিকা প্রণয়নে ত্যাগিদের মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ তোলা হয়।


বিবার্তা/আকঞ্জি/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com