স্বার্থান্বেষী মহল কর্তৃক
বাংলাদেশ-ভারতে সৃষ্ট অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার হতে জাসদের আহবান
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৫
বাংলাদেশ-ভারতে সৃষ্ট অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার হতে জাসদের আহবান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশ ও ভারতে স্বার্থান্বেষী মহল কর্তৃক উস্কানি-উত্তেজনা সৃষ্টির অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার হবার আহবান করেছে জাসদ।


৩ নভেম্বর, মঙ্গলবার বিকালে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি এক বিবৃতিতে এই আহবান জানিয়েছে।


বিবৃতিতে বলা হয়েছে, ভারতের ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাই কমিশন কার্যালয়ে দুষ্কৃতকারীদের হামলার নিন্দা জানিয়েছে।


জাসদের বিবৃতিতে বলা হয়, গত ৫ আগস্টের পর বাংলাদেশে একটি চিন্থিত রাজনৈতিক গোষ্ঠী কর্তৃক ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র জ্বালিয়ে দেয়া, ভারতের সেভেন সিস্টার্স নিয়ে উস্কানিমূলক বক্তব্য প্রদান, ফেনী-কুমিল্লার বন্যা নিয়ে ভারত বিরোধী প্রচারণা, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয় জাতীয় পতাকাকে পাপস বানানোসহ ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্য প্রদান, উত্তেজনা তৈরি এবং একইভাবে ভারতীয় মিডিয়া ও ভারতের স্বার্থান্বেষী মহল কর্তৃক বাংলাদেশ বিরোধী উস্কানি-উত্তেজনা তৈরির ঘটনা দুই প্রতিবেশি দেশ বাংলাদেশ ও ভারতের জন্য কোনো বিবেচনাতেই মঙ্গলজনক নয়।


বিবৃতিতে আরো বলা হয়, যখন শাসকরা দেশ পরিচালনা ব্যর্থ হয়, জনপ্রিয়তা হারাতে থাকে, রাজনৈতিক নেতারা স্বাভাবিক রাজনৈতিক পথে এগুনোর শক্তি হারিয়ে ফেলে তখনই জনগণের দৃষ্টি আসল সমস্যা থেকে ভিন্ন দিকে সরাতে, জনগণকে বিভ্রান্ত করতে ধর্মীয় কার্ড, সাম্প্রদায়িকতার কার্ড, উগ্র জাতীয়তাবাদের কার্ড খেলে।


জাসদের বিবৃতিতে বলা হয়, সাম্প্রদায়িক রাজনীতি, ধর্মভিত্তিক রাজনৈতিক, উগ্র জাতীয়তাবাদী রাজনীতি বাংলাদেশ ও ভারতের স্বার্থান্বেষী মহলের লাভ ছাড়া দুই দেশ ও দুই দেশের জনগণের জন্য কোনো সুফল বয়ে আনে না।


বিবৃতিতে বাংলাদেশ ও ভারতে স্বার্থান্বেষী মহল কর্তৃক উস্কানি উত্তেজনা সৃষ্টির অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার হবার জন্য বাংলাদেশ ও ভারতের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ এবং রাজনৈতিক-সামাজিক শক্তির প্রতি আহবান জানানো হয়েছে।


সেই সাথে, জাসদের বিবৃতিতে উস্কানি উত্তেজনার ফাঁদে পা না দিয়ে কূটনীতিক পর্যায়ে আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে সৃষ্ট অস্বস্তি দূর করতে উভয় দেশের কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com