১০ দিনের জন্য শনিবার লন্ডন যাচ্ছেন মির্জা ফখরুল
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ১৯:১০
১০ দিনের জন্য শনিবার লন্ডন যাচ্ছেন মির্জা ফখরুল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩০ নভেম্বর, শনিবার লন্ডন যাচ্ছেন। সেখানে ১০ দিন অবস্থান করার পর ১১ ডিসেম্বর তার ঢাকায় ফেরার কথা।


২৯ নভেম্বর, শুক্রবার বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।


মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক ও দলীয় কাজে লন্ডন যাচ্ছেন। সফরকালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে।


বিএনপির অন্য একাধিক সূত্র থেকে জানা গেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ শাসনের পতনের পর অন্তর্বর্তী সরকারকে পুরোপুরি সমর্থন দিচ্ছে বিএনপি। সরকারের সংস্কারের উদ্যোগেও সহযোগিতা করছে দলটি। তবে, ১০০ দিন পার হলেও অন্তর্বর্তী সরকার নির্বাচনের ব্যাপারে কোনো রোডম্যাপ দেয়নি। এ নিয়ে বিএনপির ভেতরে বিভিন্ন আলোচনা রয়েছে। কারণ, তারা শুধু নির্বাচনব্যবস্থা-সম্পর্কিত সংস্কার শেষ করেই দ্রুত ভোট চাইছে।


দলগতভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছে বিএনপি। একইসঙ্গে আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনের বিরুদ্ধে আন্দোলনে যেসব দল ও জোট তাদের সঙ্গে ছিল, সেই মিত্রদেরও নির্বাচনে পাশে রাখতে চায় দলটি। এ ছাড়া জামায়াতসহ ইসলামি দলগুলোর অবস্থান কী হয়, সেদিকেও নজর রেখেছে তারা।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com