চট্টগ্রামে আইনজীবী হত্যার নিন্দা
কোমল বা কঠোর নয়, ন্যায্য পদক্ষেপ নিন : এবি পার্টি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ১৮:২৩
কোমল বা কঠোর নয়, ন্যায্য পদক্ষেপ নিন : এবি পার্টি
আমার বাংলাদেশ পার্টির আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও সদস্যসচিব মজিবুর রহামান মঞ্জু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অন্তর্বর্তী সরকারকে কোমল বা কঠোর নয়, আইনশৃঙ্খলা রক্ষায় ন্যায্য ও যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।


২৮ নভেম্বর, বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে প্রকাশার্থে এক যুক্ত বিবৃতিতে এই আহবান জানান আমার বাংলাদেশ পার্টির আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও সদস্যসচিব মজিবুর রহামান মঞ্জু।


সম্প্রতি চট্টগ্রামে নৃশংসভাবে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডসহ দেশের নানাস্থানে তুচ্ছ কারণে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা এবং দেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র দফতরের গৃহীত ভূমিকার প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি প্রদান করেছেন তারা।


বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ বারকবার বলছেন তারা কারও প্রতি কঠোর হতে চান না। একইসাথে তারা সংঘাত ও বিশৃঙ্খল কর্মকাণ্ডের জন্য পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্রের কথাও বলছেন। দেশের এরকম একটি নাজুক পরিস্থিতিতে স্পষ্টত উস্কানিমূলক তৎপরতার তথ্য পাওয়া সত্ত্বেও উদাসীনতা প্রদর্শন এবং যথাযথ পদক্ষেপ না নেয়াটা খুবই দুঃখজনক। সরকারের নিরাপত্তা সংশ্লিষ্ট বাহিনীগুলোর আগাম প্রয়োজনীয় পদক্ষেপের অভাবে জানমালের ক্ষয়ক্ষতি কোনভাবেই কাম্য নয়।


বিবৃতিতে আরো বলা হয়, চট্টগ্রামে ইসকন সংশ্লিষ্ট বিক্ষোভকারীদের হামলা, আদালত ভাঙচুর ও একজন প্রতিভাবান আইনজীবীর নৃশংস হত্যাকাণ্ড দেশকে ভয়ানক দাঙ্গার দিকে ঠেলে দেয়ার গভীর চক্রান্ত কিনা তা গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে। ইসকনের ব্যাপারে যেসকল অভিযোগ এসেছে তারও সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান নেতৃবৃন্দ। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন; কোমল বা কঠোর নয়, আইনশৃঙ্খলা রক্ষায় ন্যায্য ও যথাযথ পদক্ষেপ নেয়াই সরকারের দায়িত্ব।


আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ আরও বলেন, ভারত সরকার চিম্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরের জন্য বিবৃতি দিলেও নৃশংসভাবে আইনজীবী হত্যাকাণ্ডের ব্যপারে তারা কোন উদ্বেগ বা নিন্দা জানায়নি। বিষয়টি খুবই দৃষ্টিকটু উল্লেখ করে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র দফতরের পক্ষপাতদুষ্ট ভূমিকা পরিবর্তনের উদাত্ত আহ্বান জানান তারা।


এবি পার্টির নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রামের ঘটনায় শত উস্কানি সত্ত্বেও ছাত্র-জনতা, আলেম-ওলামা, সকল ধর্মের ধর্মপ্রাণ মানুষ ও রাজনৈতিক দলগুলো যে সহনশীলতা এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে তা আমাদের জাতীয় সংহতির আরও একটি মাইলফলক হয়ে থাকবে। তারা নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার পরিবারবর্গের পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণ করার অনুরোধ জানান।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com