সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারকে কঠোর হতে হবে : ন্যাপ
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ১৪:৪০
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারকে কঠোর হতে হবে : ন্যাপ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী হত্যার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ (ন্যাপ)। একইসঙ্গে দেশবাসীকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।


বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়ার সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।


হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে ব্যবহার না করে হত্যার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে নেতৃদ্বয় বলেন, আইনজীবী হত্যা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ কিনা তা তদন্ত করে উদ্‌ঘাটন করতে হবে।


তারা আরও বলেন, ইসকন ও সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে গ্রেফতার ও জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের এক পর্যায়ে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়া আদালত ও আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা হয়। মসজিদের মুসল্লিসহ পথচারীদের আক্রমণ ও হামলার টার্গেট করা হয়। যা দেশ-জাতি ও রাষ্ট্রের জন্য প্রচ্ছন্ন হুমকি।


নেতৃদ্বয় বলেন, যদিও ৮ নভেম্বর একটি সংবাদ সম্মেলনে চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেয়ার তথ্য জানিয়েছিল সংগঠনটি। কিন্তু, চিন্ময় কৃষ্ণ দাসের আটকের বিষয়ে ভারতের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন)। তিনি 'বাংলাদেশে ইসকনের গুরুত্বপূর্ণ নেতা' উল্লেখ করে তাকে অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানিয়ে প্রমাণ করেছে বাংলাদেশের ইসকনের দেয়া তথ্য সত্য নয়। তারা শুধু নিজেদের অপরাধ আড়াল করতেই মিথ্যা তথ্য প্রদান করেছেন।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com