ঢাকা উত্তর বিএনপির ৫১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ১১:১৫
ঢাকা উত্তর বিএনপির ৫১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।


মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।


পূর্ণাঙ্গ কমিটিতে যারা পদ পেয়েছেন তারা হলেন-


০১. আমিনুল হক- আহ্বায়ক


০২. মোস্তাফিজুর রহমান সেগুন- যুগ্ম আহ্বায়ক


০৩. এস এম জাহাঙ্গীর- যুগ্ম আহ্বায়ক


০৪. ফেরদৌসী আহমেদ মিষ্টি- যুগ্ম আহ্বায়ক


০৫. এ বি এম এ রাজ্জাক- যুগ্ম আহ্বায়ক (দফতর)


০৬. মো. আক্তার হোসেন -যুগ্ম আহ্বায়ক


০৭. মো. আতাউর রহমান চেয়ারম্যান- যুগ্ম আহবায়ক


০৮. মো. গাজী রেজাউনুল হোসেন রিয়াজ- যুগ্ম আহ্বায়ক


০৯. মো. তুহিরুল ইসলাম তুহিন- যুগ্ম আহ্বায়ক


১০. মো. এম কফিল উদ্দিন - যুগ্ম আহ্বায়ক


১১. মো. আফাজ উদ্দিন- যুগ্ম আহ্বায়ক


১২. হাজী মো. ইউসুফ- যুগ্ম আহ্বায়ক


১৩. মো. শাহ আলম- যুগ্ম আহ্বায়ক


১৪. মো. মাহাবুবুল আলম মন্টু- যুগ্ম আহ্বায়ক


১৫. মো. মোস্তফা জামান- সদস্য সচিব


১৬. মো. আনোয়ারুজ্জামান আনোয়ার- সদস্য


১৭. মো. এজিএম শামসুল হক- সদস্য


১৯. মো. আলী আকবর আলী- সদস্য


২০. মো. এল রহমান- সদস্য


২১. মো. মোজাম্মেল হোসেন সেলিম- সদস্য


২২. মো. জাহাঙ্গীর মোল্লা- সদস্য


২৩. মো. শফিকুল ইসলাম শাহিন- সদস্য


২৪. মো. রেজাউর রহমান ফাহিম- সদস্য


২৫. এ্যাডভোকেট মো. নজরুল ইসলাম- সদস্য


২৬. ডা. এ কে এম কবির আহমেদ- সদস্য


২৭. মো. হুমায়ুন কবির রওশন- সদস্য


২৮. মো. জিয়াউর রহমান জিয়া- সদস্য


২৯. মো. আবুল হোসেন আব্দুল- সদস্য


৩০. মো. আশরাফুজাহান জাহান- সদস্য


৩১. মো. হাফিজুল হাসান শুভ্র- সদস্য


৩২. মো. শামীম পারভেজ- সদস্য


৩৩. মো. সালাম সরকার- সদস্য


৩৪. মো. মনিরুল আলম রাহিমী- সদস্য


৩৫. মো. আবুল কালাম আজাদ- সদস্য


৩৬. মো. মাহাবুবুল হক ভূঁইয়া শাহিন- সদস্য


৩৭. মো. সাজ্জাদ হোসেন মোল্লা- সদস্য


৩৮. মো. ফারুক হোসেন ভূঁইয়া- সদস্য


৩৯. মো. নাসির উদ্দিন- সদস্য


৪০. মো. আলী- সদস্য


৪১. মো. নুরুল হুদা ভূঁইয়া নুরু- সদস্য


৪২. মো. মোতালেব হোসেন রতন- সদস্য


৪৩. মো. রফিকুল ইসলাম খান- সদস্য


৪৪. মো. এ এস এম খালেদ- সদস্য


৪৫. মো. আহমেদ আলী- সদস্য


৪৬. মো. ইব্রাহিম খলিল- সদস্য (সহ-দফতর)


৪৭. মো. সোহেল রানা- সদস্য


৪৮. মো. মাহাবুবুর রহমান- সদস্য


৪৯. মো. হান্নানুর রহমান ভূঁইয়া- সদস্য


৫০. মো. জাহেদ পারভেজ চৌধুরী- সদস্য


৫১. তাসলিমা রিতা- সদস্য


তবে তালিকায় ১৮ নম্বরে কোনো নেতার নাম উল্লেখ করা হয়নি।


কমিটির আহ্বায়ক আমিনুল হক বলেন, আগে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। আজকে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com