
বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলে হাইকোর্টে আবেদন করেছেন।
২৮ অক্টোবর, সোমবার বিকেলে সশরীরে হাইকোর্টে এসে মির্জা ফখরুল ইসলাম এই আবেদন করেন।
এর আগে, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ। শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিয়ে সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয়। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করা পরে গত ১৯ আগস্ট পঞ্চদশ সংশোধনী নিয়ে প্রশ্ন তোলেন হাইকোর্ট।
উল্লেখ্য, সব ঠিক থাকলে আগামী ৩০ অক্টোবর এর চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]