
রিমান্ড শেষে সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আলী হায়দার এই নির্দেশ দেন।
রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করে পুলিশ। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তাদের কারাগারে রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ কারাগারে পাঠানোর পক্ষে অবস্থান নেয়। শুনানি শেষে বিচারক আসামিদের কারাগারে পাঠান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক দুই দিনের রিমান্ডে ছিলেন। গত ১৪ অক্টোবর রাজধানীর ইস্কাটন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গুলিতে মকবুল নামের এক বিএনপিকর্মী মৃত্যুর মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান দুই দিনের রিমান্ড ছিলেন। গত ১৪ অক্টোবর তাকে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]