
মেয়ে ড. শামারুহ মির্জার সঙ্গে দেখো করতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৯ অক্টোবর) বিএনপির প্রেস উইং থেকে জানানো হয়েছে।
প্রেস উইং জানায়, বড় মেয়ে অস্ট্রেলিয়া প্রবাসী ডা. শামারুহ মির্জার সঙ্গে দেখা করতে বুধবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জানা গেছে, মির্জা ফখরুলের বড় মেয়ে ড. শামারুহ মির্জা একজন চিকিৎসাবিজ্ঞানী। এর পাশাপাশি ‘সিতারাস স্টোরি’ নামে একটি সংগঠনের সহ-প্রতিষ্ঠাটা তিনি। এটি একটি স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান। যারা বিভিন্ন কর্মশালা, টক শো, সেমিনার এবং সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করে থাকে। একই সঙ্গে নারীদের মানসিক স্বাস্থ্য, গার্হস্থ্য সহিংসতা, নিজের যত্ন এবং দক্ষতা উন্নয়ন নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]