
গণঅধিকার পরিষদকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটি নির্বাচনী প্রতীক পেয়েছে ট্রাক।
২ সেপ্টেম্বর, সোমবার এক প্রজ্ঞাপনে এ নিবন্ধন দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল’স অর্ডার ১৯৭২- এর চ্যাপ্টার ভিআইএ’র বিধান অনুযায়ী গণঅধিকার পরিষদকে (জিওপি) পুনরাদেশ না দেয়া পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এই দলের জন্য ট্রাক প্রতীক সংরক্ষণ করা হয়েছে এবং এর নিবন্ধন নং ০৫১, তারিখ ২ সেপ্টেম্বর ২০২৪।
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন পুনর্বিবেচনা করে গত ২৮ আগস্ট সাত দিনের মধ্যে নিবন্ধন দেয়ার দাবি জানিয়েছিলেন দলটির সভাপতি মো. নুরুল হক নুর।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]