
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপি। জিয়াউর রহমানের ১৯ দফা জাতিকে দিক নির্দেশনা দিয়েছে বাংলাদেশকে পথ দেখিয়েছে। তার দূরদৃষ্টিতেই আজকের আধুনিক বাংলাদেশ বিনির্মাণ। দেশে গণতন্ত্র উত্তরণ, অর্থনীতির নতুন ধারা সৃষ্টি করেছে তিনি।
১ সেপ্টেম্বর, রবিবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ছাত্র-জনতা নতুন করে যে স্বাধীনতা এনে দিয়েছে তার জন্য ১৫ বছর সংগ্রাম করেছে বিএনপি। হাজারও নেতাকর্মী ত্যাগ স্বীকার করেছেন। গুম, খুন, নির্যাত-নিপীড়নের স্বীকার হয়েছেন।
‘আগামী দিনে সঠিক রাজনীতি নিয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেবে বিএনপি। প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিজ্ঞা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাবে বিএনপি’ বলেন মির্জা ফখরুল।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]