
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানী ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এর অংশ হিসেবে ৪ আগস্ট, রবিবার সকাল থেকে বঙ্গবন্ধু এভিনিউস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হতে শুরু করেন নেতা-কর্মীরা।
বেলা সাড়ে ১১টার দিকে গোলাপ শাহ মাজারের দিক থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে হামলার চেষ্টা করে বিক্ষোভকারীরা। তবে তাদের ধাওয়া দিয়ে সরিয়েছে দিয়েছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। বিক্ষোভকারীদের পিছু হটিয়ে পুরো গুলিস্তান এলাকা নিজেদের দখলে নিয়েছে আওয়ামী লীগ।
এদিকে সকাল থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোডে শোডাউন দিতে দেখা গেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ।
প্রসঙ্গত, একদফা দাবিতে সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বিবার্তা/সোহেল/
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]