জামায়াত-শিবির নিষিদ্ধ: সরকারকে ৩২ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার অভিনন্দন
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ১৮:৪২
জামায়াত-শিবির নিষিদ্ধ: সরকারকে ৩২ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার অভিনন্দন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জামায়াত-শিবির রাজনীতি নিষিদ্ধ করায় সরকারের প্রতি ৩২জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার অভিনন্দন জানিয়েছেন।


১ আগস্ট, বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এসোসিয়েশনের মহাসচিব মো. শাহজাহান কবির (বীর প্রতীক) সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অভিনন্দন বার্তা দেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, একাত্তরের পরাজিত শক্তি- স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে গত কয়েকদিন সারা দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে প্রাণহানিসহ বহু সরকারি ও বেসরকারি সম্পত্তি ধ্বংস করায় ও মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতা স্বপক্ষ শক্তির দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বর্তমান সরকার জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করায় আমরা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা বর্তমান সরকারকে অভিনন্দন জানাই।


একই সাথে জামায়াত-শিবিরসহ অন্যান্য সন্ত্রাসীদেরকে সরকারি ও বেসরকারি সম্পত্তি ধ্বংস করার অপরাধে আইনের আওতায় এনে বিচার করার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।


এছাড়া বর্তমান কোটা সংস্কার আন্দোলনরত সকল শিক্ষার্থীদের অনুরোধ করছি সরকার যেহেতু তোমাদের দাবি-দাওয়া সম্পূর্ণ মেনে নিয়েছে সে জন্য আমরা অনুরোধ করছি আন্দোলন পরিহার করে পড়ায় মনোযোগ দেয়ার জন্য।


বিবৃতকারী খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন সর্ব জনাব (১) ক্যাপ্টেন শাহাব উদ্দিন (বীর উত্তম), (২) অনারারি ক্যাপ্টেন আদুল হক (বীর বিক্রম), (৩) মেজর জেনারেল ইমামুজ্জামান (বীর বিক্রম), (৪) লে. কর্নেল আব্দুর রউফ (বীর বিক্রম), (৫) মেজর জেনারেল মো. মাসুদুর রহমান (বীর প্রতীক), (৬) লে. কর্নেল মো. দিদারুল আলম (বীর প্রতীক), (৭) ক্যাপ্টেন কাজী আ. সাত্তার (বীর প্রতীক), (৮) ডি.আই.জি (আব) কাজী জয়নাল আবেদীন (বীর প্রতীক), (৯) মেজর ওয়াকার হাসান (বীর প্রতীক), (১০) প্র. ডা. আব্দুল্লাহ আল মামুন (বীর প্রতীক), (১১) মো. শাহাজাহান কবির (বীর প্রতীক), (১২) গোলাম আজাদ (বীর প্রতীক), (১৩) নুর উদ্দিন (বীর প্রতীক), (১৪) মো. মমিন উল্লাহ্ পাটোয়ারী (বীর প্রতীক), (১৫) সৈয়দ রেযোয়ান আলী (বীর প্রতীক), (১৬) নুর উদ্দিন (বীর প্রতীক), (১৭) রতন আলী শরীফ (বীর প্রতীক), (১৮) মহিউদ্দিন মানিক (বীর প্রতীক), (১৯) মোজাম্মেল হক (বীর প্রতীক), (২০) সরদার মহসীন আলী (বীর প্রতীক), (২১) আ. হাকিম (বীর প্রতীক), (২২) রফিকুল ইসলাম (বীর প্রতীক), (২৩) আ. মান্নান (বীর প্রতীক), (২৪) বজলুর মাহমুদ (বীর প্রতীক), (২৫) নুরুল হক (বীর প্রতীক), (২৬) বাহার উদ্দিন রেজা (বীর প্রতীক), (২৭) নুরুল ইসলাম (বীর প্রতীক), (২৮) হাবিবুর রহমান (বীর প্রতীক), (২৯) মো. ইদ্রিস আলী (বীর প্রতীক), (৩০) রফিকুল ইসলাম (বীর প্রতীক), (৩১) ফজলুল হক (বীর প্রতীক), (৩২) আনিসুল হক (বীর প্রতীক)।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com