
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করায় সরকারকে অভিনন্দন জানিয়েছে মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ।
১ আগস্ট, বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের মহাসচিব মো. শাহজাহান কবির (বীর প্রতীক) সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অভিনন্দন বার্তা দেন।
রাজধানীর তোপখানা রোডস্থ মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের অস্থায়ী কার্যালয়ে এড. ঢালী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এক সভায় স্বাধীনতা বিরোধী মানবতার শত্রু জামায়াত শিবিরের রাজনীতি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণায় উপস্থিত মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সরকারের প্রতি অভিনন্দন জানিয়ে বলেন, জামায়াত শিবিরের সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান দ্রুত বন্ধ ঘোষণা করে রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্ত করার আহ্বান জানানো হয়।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]